উচ্চমাধ্যমিক পাশেই মিলবে সরকারি অফিসে ক্লার্কের চাকরি! করুন আবেদ
স্টাফ সিলেকশান কমিশন (SSC) এবার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ও ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ দেবে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমার শেষ তারিখ 7 মে।
এই সুযোগটি কেবলমাত্র তাদের জন্য যারা:
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ পাশ করেছেন।
কম্পিউটারে টাইপিং স্পিড ভালো।
ন্যূনতম 18 বছর বয়স এবং সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে (তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বয়সের সুবিধা)।
কিভাবে আবেদন করবেন:
SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে [https://ssc.nic.in/](https://ssc.nic.in/) লগ ইন করুন।
মোবাইল নম্বর বা ইমেইল ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করুন।
প্রয়োজনীয় নথি আপলোড করুন।
নির্ধারিত আবেদন মূল্য জমা দিন (মহিলা, তফশিলি জাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ছাড়া সকলের জন্য 100 টাকা)।
নির্বাচন প্রক্রিয়া:
Tier-I: অনলাইন পরীক্ষা (ইংরেজি, জেনারেল ইনটেলিজেন্স ও জেনারেল অ্যাওয়ারনেস)
Tier-II: অনলাইন পরীক্ষা (গণিত ও রিজনিং)
বেতন ও সুবিধা:
লোয়ার ডিভিশন ক্লার্ক: প্রতি মাসে 19,900 টাকা বেসিক পে।
ডেটা এন্ট্রি অপারেটর: প্রতি মাসে 25,500 টাকা বেসিক পে।
DA ও একাধিক ভাতা।
আবেদনের শেষ তারিখ: 7 মে, 2024।