পহেলা বৈশাখে বড় ধামাকা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। নিজের ৫০তম ছবির ঘোষণা করে ‘অযোগ্য’ বলে নিজেকে খেতাব দিয়েছেন তিনি।
হ্যাঁ, ঠিকই শুনেছেন! প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) জুটি বাঁধছেন এই নতুন ছবিতে। তাদের দুজনের জন্যই এটি হবে পঞ্চাশতম চলচ্চিত্র।
টলিউডের ইতিহাসে এবারই প্রথম দুই সুপারস্টার তাদের ৫০তম ছবিতে একসাথে অভিনয় করবেন। ‘অযোগ্য’ পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। গত বছরই ছবির ঘোষণা হলেও, মুক্তির তারিখ এবারই জানা গেল। আসছে ৭ জুন প্রেক্ষাগৃহে হাজির হবে ‘অযোগ্য’।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মানেই বক্স অফিসে সাড়া। উত্তম-সুচিত্রা জুটির পরই বাংলা সিনেমার দর্শকদের মনে তাদের জায়গা অনন্য।