চাকরির খবর

একাউন্টান্সি পড়েছেন? গ্রাম স্বরাজ যোজনায় একাউন্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি! করুন আবেদন

 

বাংলার নববর্ষ উপলক্ষে গ্রাম স্বরাজ যোজনার অধীনে পঞ্চায়েত দফতরে অ্যাকাউন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে 6,570 জন নিয়োগ করা হবে।

কোথায় আবেদন করবেন?

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। গ্রাম স্বরাজের নির্দিষ্ট পোর্টাল: URL gram swaraj portal ON egov.wb.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

বয়স:

ন্যূনতম বয়স 21বছর।
তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।
কোনো ঊর্ধ্বসীমা নেই।

বেতন:

সরকারি পে স্কেল অনুযায়ী বেতন।
মূল বিজ্ঞপ্তিতে বেতন ও ভাতার বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আবেদনের শেষ তারিখ:

14 মে 2024।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.