কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি নেওয়ার সুযোগ।
কোন কোন পদে নিয়োগ হবে?
লোয়ার ডিভিশান ক্লার্ক
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
ডেটা এন্ট্রি অপারেটর
যোগ্যতা:
দ্বাদশ উত্তীর্ণ
ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ 27 বছর (সংরক্ষিতদের জন্য বয়সের সীমা শিথিল)
মোট শূন্যপদ: 3,712টি
পরীক্ষার ধরণ:
3 টি স্তর
স্তর-1: কম্পিউটার নির্ভর পরীক্ষা (CBT) – MCQ
স্তর-2: রচনা
স্তর-3: দক্ষতা পরীক্ষা
গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরুর তারিখ: ইতিমধ্যেই শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ: 7 মে, 2024
পরীক্ষার তারিখ: 1 থেকে 5 ও 8 থেকে 12 জুলাই, 2024
আবেদন ফি: 100 টাকা (সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের জন্য ফি নেই)
আবেদন করার পদ্ধতি:
SSC-র ওয়েবসাইটে লগইন করুন: [https://ssc.nic.in/](https://ssc.nic.in/)
“Careers” অপশনে ক্লিক করুন।
“Current Openings” ট্যাবে গিয়ে “CHSL” নির্বাচন করুন।
“Apply Now” বাটনে ক্লিক করে নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন।
প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করুন।