জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে নতুন রহস্যের সূত্রপাত হলো। কৌশিকীর অফিসের কর্মচারী ঘোষ বাবু কৌশিকের নামে মিথ্যা কথা বলছেন। তিনি দাবি করছেন যে, কৌশিকীই জালচক্রের গাড়িগুলো বের করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে, রাজনাথের ছেলে উৎসব তার বাবাকে শাস্তি দেওয়ার জন্য “শাট আপ” বলেছিলেন। এতে রাজনাথ রেগে গিয়ে উৎসবকে অপমান করেছিলেন। জগদ্ধাত্রী এসে উৎসবের পক্ষে দাঁড়ান এবং রাজনাথকে সঠিক শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জগদ্ধাত্রী মনে করেন যে, ঘোষ বাবু এবং বৈদিহি মুখার্জি সত্যি কথা বলছেন না। তিনি তাদের কাছ থেকে সত্যি কথা বের করার জন্য সব রকম চেষ্টা করছেন।
ঘোষ বাবু কৌশিকীর নামে মিথ্যা কথা বলছেন কেন, তা নিয়ে দর্শকদের মধ্যে নানা রকম ধারণা রয়েছে। কেউ মনে করেন যে, ঘোষ বাবু হয়তো জালচক্রের সাথে জড়িত। তিনি কৌশিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। অন্যরা মনে করেন যে, ঘোষ বাবু হয়তো কৌশিকীর প্রতি ঈর্ষান্বিত। তিনি কৌশিকীর ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলছেন।