কাটোয়ায় জন্ম, পড়াশোনা, টেলিপাড়ায় পরিচিত মুখ, রাতারাতি জনপ্রিয়তা ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে – এটাই শ্রুতি দাসের পরিচয়।
সম্প্রতি কাটোয়ার বাড়িতে ছুটি কাটাতে গিয়ে শ্রুতির সাথে কথা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রাজনীতি। শ্রুতির মতে, ‘বেটি বাঁচাও’ প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, “সন্তানদের ভালোভাবে মানুষ করাই মূল উদ্দেশ্য। বাড়ি থেকে শেখানো হয় না বলেই সমাজের নানা সমস্যা তাদের মধ্যে আপরাধের জন্ম দেয়।”
ধর্মীয় বিষয়ে শ্রুতির মতামত স্পষ্ট। তিনি বলেন, “কে কোন ভগবানের পুজো করবেন, সেটার উপর তিনি মোদী বা মমতার সমর্থক কি না সেটা নির্ভর করে না। ভারত নাকি এত উন্নত দেশ, সেখানে কে কী পরছে, কে কোন ভগবানের পুজো করছে, কে থালা বাজাচ্ছে, কে দিদির জয়গান করছে, সে সব নিয়ে যদি মানুষকে কথা শুনতে হয় তা হলে এই সমাজে আমার না থাকাই শ্রেয়!”
লোকসভা বা বিধানসভার টিকিট পেলে ভোটে লড়বেন কি? শ্রুতির উত্তর, “পড়াশোনা করতে হবে তার আগে। ছোটবেলা থেকে নাচ ও পড়াশোনা জানি। কিন্তু রাজনীতি নিয়ে আমার কোনও পড়াশোনা নেই। মূর্খের মতো রাজনীতির ময়দানে নামতে পারব না।”