বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান বর্তমানে কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং করছেন। বুধবার শহরের বিখ্যাত ফ্লুরিজ রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে বের হতেই তাকে ভক্তদের ভিড়ে ঘেরে ফেলে। সেলফি তোলার জন্য ভক্তদের ঠেলাঠেলির কবলে পড়ে কার্তিকের প্রাণওষ্ঠাগত অবস্থা হয় ফ্লুরিজ থেকে বেরিয়ে বাইকে চড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ের জন্য যান কার্তিক। সেখানেও ভক্তদের ভিড়ে তিনি চিড়ে চ্যাপ্টা হয়ে যান।
‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক ‘রুহ বাবা’ চরিত্রে অভিনয় করছেন। গত সোমবার কলকাতায় পৌঁছানোর পর কার্তিক লেকটাউনের বিখ্যাত বড় ঘড়ি দেখে মুগ্ধ হন এবং সেই ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।
‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। তবে মঙ্গলবার হাওড়া ব্রিজে কার্তিকের শুটিং সঙ্গিনী ছিলেন বাংলার মডেল প্রান্তিকা দাস।