কংগ্রেস নির্বাচনী ইসতেহারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। কংগ্রেসের প্রাক্তন সভাপতির রাহুল গান্ধী আবারও রাজস্থানের বিকানিরে জনসভায় সে কথা মনে করিয়ে দিলেন। তিনি সব জানিয়ে দিলেন কংগ্রেস যদি ভোটে যেতে তাহলে দেশের গরীব মহিলাদের ব্যাংক একাউন্টে এক লক্ষ করে টাকা কংগ্রেসের তরফ থেকে দেওয়া হবে।
রাহুল গান্ধী খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে দেশে দারিদ্রতা নিমেষের মধ্যে দূর করে দেবে। তারপরেই রাহুল বিজেপিকে তোগদা গিয়ে বলেন দেশের তরুণেরা চাকরি চাইছে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য চাইছে মহিলারা মূল্যবৃদ্ধি থেকে নিস্তার চাইছে অথচ দেশে শোনার কেউ নেই।
রাহুল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ১৫-২০ জন শিল্পপতির ঋণ মুকুব করেছেন প্রধানমন্ত্রী কিন্তু সেই টাকা দিয়ে ১০০ দিনের কাজের কর্মীদের ২৪ বছর ধরে বেতন দেওয়া যেত। তিনি এখানেই থামেননি প্রধানমন্ত্রীর আর্থিক দুর্নীতি নিয়েও নানান কথা জানিয়েছেন।