চাকরির খবর

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্ক নিয়োগ! কবে হবে পরীক্ষা? জানুন বিস্তারিত

 

রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর মাধ্যমে বিপুল সংখ্যক ক্লার্ক নিয়োগ করতে চলেছে। পাশাপাশি মিসলেনিয়াস সার্ভিসেও চাকরি হবে।

সম্ভাব্য দিনক্ষণ:

মিসলেনিয়াস পরীক্ষা: 28 জুলাই, 2024
ক্লার্কশিপ পরীক্ষা: 7 থেকে 19 অগাস্ট, 2024 (একাধিক ধাপে)

গুরুত্বপূর্ণ তথ্য:

চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য লোকসভা ভোটের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ক্লার্কশিপের জন্য আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার।
2019-এ শেষবার ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল PSC।
নির্বাচনের পর চলতি বছরের শেষের দিকে ফুড ইন্সপেক্টর পোস্টে নিয়োগপত্র মিলবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ:

গতকাল বাম আমলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪০০ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
2024-র মার্চ পর্যন্ত এই নিয়োগকে চ্যালেঞ্জ করে যত মামলা হয়েছে, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
1,826 শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য 2009-এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল তৎকালীন বাম সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.