অভিনেত্রী পায়েল সরকারের কাছে দাদাগিরির মঞ্চে বিয়ে না করার হিসেবে প্রশ্ন ওঠে যে তিনি কি মনের মানুষ খুঁজে পাননি? তাই বিয়েটা করেননি? সেই প্রশ্নের উত্তরে সরাসরি পায়েল বলেন যে, তার প্রধান কারণ হলো তার বাবা। তার এই উত্তরে এই মঞ্চের সঞ্চালক স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে যথেষ্ট বিস্ময় হয়ে যান। বিষয়টি পরিষ্কার করতে পায়েল বলেন যে সাধারণত বাঙালি পরিবারে বাবারা মেয়ে অন্ত প্রাণ হন। তারা কখনোই মেয়েকে কাছ ছাড়া করতে চান না। তাই তার নিজের মনের মত মানুষ খোঁজা দূরস্থ, তিনি তার বাবা-মার মনের মত মানুষ খুঁজে পাননি। সে কারণে তার বিয়েও হয়নি। এই কথাটি তিনি বলার সঙ্গে সঙ্গেই দাদাগিরির মঞ্চে যেন হাসির রোল ওঠে।
‘শুধু তুমি’ সিনেমার মধ্যে দিয়ে ২০০৪ সালে পায়েলের সিনেমা জগতে হাতে খড়ি হয়। এরপরে আরো অনেক রকম ছবি যেমন- প্রেম আমার, জানি দেখা হবে,ম্যাজিক, লে ছক্কা,দ্যএকেনের মত সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গেছে। শুধু অভিনেত্রী হিসেবেই নয় তিনি রাজনৈতিক ক্ষেত্রেও নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। বেহালা পূর্ব থেকে একুশের নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে তিনি প্রার্থী হিসেবে যোগদান করেছিলেন,যদিও সেখানে তিনি জিততে পারেননি।
তবে বর্তমানে তিনি অভিনয় নিয়েই নিজেকে বেশি ব্যস্ত রাখতেই পছন্দ করেন। পায়েলের অভিনীত আরেকটি বই ‘আবার অরণ্যে দিনরাত্রি’ মুক্তি পেয়েছে গত ৫ই এপ্রিল সিনেমা হলে।