গত কয়েক বছর ধরে দেব নতুন মুখদের সাথে কাজ করছেন। প্রজাপতিতে শ্বেতা ভট্টাচার্য, প্রধানে সৌমিতৃষা কুণ্ডু, এবং বাঘাযতীনে সৃজা দত্ত – এই তালিকা বেশ দীর্ঘ দেব-অতনু-অভিজিৎ জুটি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। টনিক, প্রজাপতি, প্রধান – তাদের সিনেমাগুলো বক্স অফিসে হিট করেছে। অতনু ও অভিজিৎ মনে করেন, দেব একজন সুপারস্টার, কারণ তার সমসাময়িকরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেননি।
তবে নতুন নায়িকাদের ‘ডেডিকেশন’ নিয়ে প্রশ্ন তুলেছেন অতনু। তিনি বলেন, “একটা সিনেমা দিয়েই মেয়েগুলো ভাবে, রাতারাতি সুপারস্টার হয়ে যাবে। সেটা তো সম্ভব নয়, এখানে অনেক লড়াই।”প্রধান সিনেমার পর সৌমিতৃষা বড় পর্দায় কাজ করতে চান বলে জানিয়েছিলেন। এরপর তাকে নিয়ে অনলাইনে ট্রোল শুরু হয়।
তন্বী লাহা রায়, সৌমিতৃষার এক সহ-অভিনেত্রী, অভিযোগ করেন যে ধারাবাহিক শেষ হতেই সৌমিতৃষা তাকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।তাহলে কি সত্যিই সৌমিতৃষার মাটিতে পা পড়ছে না? এই প্রশ্নকে অতনুর মন্তব্য আরো উসকে দিল বলে মনে করা হয়।