সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সৃষ্টি। এই সিরিজের চরিত্রগুলি বাংলার মানুষের মনে গভীরভাবে প্রোথিত। এই সিরিজের উপর ভিত্তি করে অনেক ছবি ও টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে।
বাংলা পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ও ফেলুদা সিরিজকে নিয়ে ছবি বানানোর কথা ভেবেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ছোটবেলায় যখন ফেলুদা পড়তাম, সব গল্পে একটা ১৩-১৪ বছরের ছেলেকে দেখা গিয়েছে। সেখানেন অনেক কিছু নজরে এসেছে, যা কিনা জীবনে ভোলা যায় না।”
দিবাকর ফেলুদা সিরিজের সব গল্পই পড়েছেন। তিনি বাংলায় ফেলুদা পড়েছেন, কারণ তখন তিনি ইংরেজি জানতেন না। ফেলুদা পড়েই তিনি টেলিপ্যাথি সম্পর্কে জানতে পারেন।
দিবাকর ফেলুদা চরিত্রে অভয় দেওলকে অভিনয় করানোর কথা ভেবেছিলেন। তিনি মনে করেন, অভয়ের মধ্যে ফেলুদার চরিত্রের অনেক গুণাবলী রয়েছে।