সবসময় হাসিখুশি, বিন্দাস ব্যক্তিত্বের জন্য পরিচিত জ্যাকি শ্রফ। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, লিফটের বাইরে অনুরাগীরা জ্যাকিকে ঘিরে ধরেছে। সেলফি তোলার আবদার জানাচ্ছে। প্রথমে এক যুবক জ্যাকির কোমরে হাত দিলে তিনি তাকে ধাক্কা দিয়ে বলেন, “মেয়ে ভেবেছো নাকি যে কোমরে হাত দিচ্ছ? ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়।”
এরপর আরেক যুবকের মাথায় চাটি মেরে তাকে টেনে অন্যদিকে নিয়ে যান জ্যাকি। তারপর ছবি তোলেন।
এই ঘটনায় নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, জ্যাকি মজার ছলেই গায়ে হাত তুলেছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, এভাবে গায়ে হাত দেওয়ার অধিকার তাঁকে কে দিয়েছে? তাঁদের মতে, এই যুবকরা তো জ্যাকির আত্মীয়, বন্ধু বা পরিবারের সদস্য নন। তাই তাঁর মতো তারকার এমন ব্যবহার শোভা পায় না।