ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS), যারা সরকারি ব্যাঙ্কে চাকরির পরীক্ষা নিয়ে থাকে, তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এবার নিয়োগ হবে। তবে এই চাকরির জন্য পোস্টিং হবে মুম্বইতে।
কোন কোন পদে নিয়োগ হবে?
IBPS-এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে:
প্রফেসর
অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি)
রিসার্চ অ্যাসোসিয়েট
হিন্দি অফিসার
ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস)
অ্যানালিস্ট প্রোগ্রামার (ASP.NET)
অ্যানালিস্ট প্রোগ্রামার (পাইথন)
এই পোস্টগুলিতে অনলাইনে আবেদন করা যাবে।
বয়স সীমা
এই পোস্টগুলিতে আবেদনের ন্যূনতম বয়স 23 বছর। 55 বছর পর্যন্ত এতে আবেদন করা যাবে। সংরক্ষিত ক্যাটেগরির জন্য বয়স সীমা সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
বেতন কাঠামো
পদের উপর নির্ভর করে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নীচে একটি তালিকা দেওয়া হল:
বেতন কাঠামো
প্রফেসর | 1,59,100 টাকা
অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি) | 1,01,500 টাকা
রিসার্চ অ্যাসোসিয়েট ও ডেপুটি ম্যানেজার | 44,900 টাকা
অ্যানালিস্ট প্রোগ্রামার | 35,400 টাকা
উল্লেখ্য, এই বেতন কাঠামোতে শুধুমাত্র বেসিক পে উল্লেখ করা হয়েছে। এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। প্রতি মাসে হাতে কত টাকা পাওয়া যাবে, তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
মোট 4টি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে:
1. লিখিত পরীক্ষা
2. আইটেম রাইটিং
3. গ্রুপ এক্সারসাইজ
4. পার্সোনাল ইন্টারভিউ