বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র দু’সপ্তাহ বাকি। এই পরিস্থিতিতে, প্রথম দফার ভোটের জন্য পাঠানো ইভিএম-এর ৩০% খারাপ বেরিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্কের সূত্রপাত করেছে।
প্রথম দফায় ভোট হবে তিন আসনে – কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, এই তিন আসনে ভোটের জন্য পাঠানো ইভিএম-এর মধ্যে ৩০% খারাপ বেরিয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, কোথাও যদি ১০০টি ইভিএম প্রয়োজন হয়, সেখানে ১২০টি পাঠানো হয়। কিন্তু ১২০টির মধ্যে যদি ৩০% খারাপ বেরোয়, তাহলে ভাল ইভিএম পড়ে থাকে মাত্র ৮৪টি। এর অর্থ ১৬টি ইভিএম-এর ঘাটতি দেখা দেয়।
নির্বাচন কমিশন ইতিমধ্যে খারাপ ইভিএমগুলো প্রতিস্থাপনের ব্যবস্থা করেছে। কমিশন আশা করছে ভোটগ্রহণের দিন কোন সমস্যা হবে না। ইভিএম-এর ঘাটতি নিঃসন্দেহে একটি উদ্বেগজনক বিষয়। নির্বাচন কমিশনকে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায়।