বামফ্রন্ট ডায়মন্ড হারবার সহ আরো পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে সেই প্রার্থী ঘোষণা ছাপিয়ে চলে এলো এর নওশাদ সিদ্দিকী আইএসএফের বিতর্ক। আইএসএফের বিতর্ক কে তোপ দিচ্ছে যুগ্মভাবে বামফ্রন্ট এবং কংগ্রেস। ডায়মন্ড হারবারে আবার দাঁড়াবে বলেও প্রার্থী না হওয়ায় সেটিং এর অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে।
যদিও নওশাদ স্বতন্ত্র দল হিসাবেই আছেন বলে দাবি করেছেন। এখনো কারোর কাছে বিক্রি হয়ে যাননি। নওশাদের দাবি বিজেপির আমলে বেকারত্ব বেড়েছে, খুন হয়েছে পেলু খানেরা। আবার তৃণমূলের আমলে রাজ্যের দুর্নীতি বেড়েছে। তাই কারো সঙ্গেই তিনি নেই। তাই তিনি নিজে স্বতন্ত্র দলই থাকতে চান।
অন্যদিকে আবার পুরুলিয়া এবং কোচবিহারের আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে বামেদের সমঝোতা রয়েই যাচ্ছে। কোচবিহারে বামেদের ফরোয়ার্ড ব্লকের প্রার্থী থাকা সত্ত্বেও কংগ্রেস আবারো প্রার্থী দিয়েছে।