বনগাঁর বিদায় সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূলের কোন লোককে নাগরিকত্ব দেবেন না বলে মন্তব্যে জড়িয়ে পড়েছেন। সমাজ মাধ্যমে সেই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি জনসভায় শান্তনুকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের কোলে লোকটি নাগরিকত্ব তিনি দেবেন না। খ্যামটা নাচ কি এই দেখিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীকেও কটু কথা বলতে শোনা গিয়েছে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এই দিন সিএএ প্রসঙ্গে কথা বললেন। কোচবিহার থেকে তিনি দাবি করেছে তৃণমূল এই সিএএ এর সম্পর্কে ভুল বোঝাচ্ছে। আবার শান্তনু ঠাকুরের এমন মন্তব্যে তৃণমূল পাল্টা জবাব জানিয়েছেন আগে বিজেপির লোককে নাগরিকত্ব দিয়ে দেখাক।
কোচবিহার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ সম্পর্কে তীব্র সমালোচনা করে জানিয়ে দিয়েছেন বাংলা তিনি সামলে নেবেন। মমতা সবার মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন রকম সিএএ অথবা এনআরসি কিছুই হবে না।