অভিনেত্রী রাইমা সেন সম্প্রতি ‘মা কালী’ নামক একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ১৯৪৬ সালের ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘ক্যালকাটা কিলিংস’-এর প্রেক্ষাপটে নির্মিত।
ছবির পোস্টার প্রকাশের পর থেকেই রাইমা কলকাতার বাড়ির ল্যান্ডলাইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকি পাচ্ছেন। সূত্রের দাবি, ‘মা কালী’ ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাইমা বলেন, “এ রকম হবে ভাবিনি। হিন্দি ও বাংলায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?’ ‘আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে!’— এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে এসেছে।”
রাইমা মনে করেন, ছবি না দেখে আগে থেকে কোনও কিছু অনুমান করা উচিত নয়। “শিল্পীর কাজ যে কোনও চরিত্রে সাবলীল অভিনয় করা। ভাল চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।”
রাইমা এবং তাঁর পরিবারের সদস্যরা এখনও পুলিশে অভিযোগ করেননি। তবে রাইমা বলেছেন, “যদি এই ভাবে হেনস্থা চলতেই থাকে, তা হলে তখন অভিযোগ জানাতেই হবে।”