২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রভাবে বাংলা সিরিয়ালের টিআরপিতে চড়চড়িয়ে পতন দেখা গেছে। আইপিএল-এর এই মরশুমে প্রথম স্থানে থাকা ধারাবাহিকের টিআরপিও মাত্র ৭.৮। সাধারণত টিআরপি তালিকার শীর্ষে থাকা সিরিয়ালের টিআরপি ৯-এর ঘরে থাকে।বিগত দু’সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে ছিল ফুলকি। জি বাংলার নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী এই সিরিয়ালকে টেক্কা দিচ্ছিল। কিন্তু আইপিএল-এর মরশুমে সব হিসেব উলট-পালট হয়ে গেছে। ৭.৮ টিআরপি নিয়ে নিম ফুলের মধু ফুলকিকে ছাপিয়ে গেছে। অন্যদিকে ফুলকি এবং জগদ্ধাত্রীর টিআরপি যথাক্রমে ৭.৬ এবং ৭.৩।
বছর দুয়েক ধরে মেগা সিরিয়ালের বাজারে জগদ্ধাত্রীর দাপট ছিল। সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমোতেও চমক। জগদ্ধাত্রী সম্ভবত মা হতে চলেছে। টিআরপির মার্কশিটে জি বাংলাকে এগিয়ে রাখতে এই সিরিয়ালের ভূমিকাগুরুত্বপূর্ণ। আগামীতে জগদ্ধাত্রী দর্শকদের জন্য আরও চমক নিয়ে আসবে বলে আশা করা যায়। অন্যদিকে দোল স্পেশাল পর্ব দেখিয়েই বাজিমাত করেছে নিম ফুলের মধু।
একনজরে টিআরপি চার্ট হল..নিম ফুলের মধু – ৭.৮,ফুলকি – ৭.৬,জগদ্ধাত্রী – ৭.৩,গীতা এলএলবি – ৬.৯,কোন গোপনে মন ভেসেছে – ৬.৫,কথা – ৬.৩,অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা – ৫.৫,বধূয়া – ৫.১,জল থই থই ভালোবাসা এবং আলোক কোলে – ৫.০,মিঠিঝোড়া – ৪.৭।