সম্প্রতি লাদাখের পরিবেশ রক্ষার জন্য ২১ দিন অনশন চালিয়েছিলেন সোনম ওয়াংচুক। তার এই সাহসী পদক্ষেপের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোষের মুখে পড়েছিলেন অরিজিৎ সিং।
এবার বাংলার ‘রক সম্রাট’ রূপম ইসলামও সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন। রবিবার নজরুল মঞ্চে নিজের ৫৩তম এককের অনুষ্ঠানে রূপম গান গাইতে গাইতে সোনম ওয়াংচুকের সমর্থনে কণ্ঠ ছাড়লেন।
রূপম বলেন, “বেশি প্রতিবাদী হলে আমার ফোনে আড়ি পাতা হবে। পিছনে তাড়া করবে ট্রেন্ড ডগ। পালাতে হবে সব ছেড়ে। তবুও এভাবেই জানাব প্রতিবাদ। হায় আদালত! কখনও দুশ্চিন্তা হয়, কোথায় পাব বিচার?”
এদিন নজরুল মঞ্চের দৈত্যাকার স্ক্রিনে সোনম ওয়াংচুকের ছবি দেখানো হলে করতালিতে ভরে ওঠে গোটা অডিটোরিয়াম।