গত সপ্তাহে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’। উত্তম কুমারের সিনেমার ফুটেজ ব্যবহার করে তৈরি এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, সমালোচকদের কাছে সমালোচিত হয়েছে।
এই ছবি নিয়ে বিস্ফোরক হয়েছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও টেলিভিশনে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন।
ভাস্করের মতে, ‘অতি উত্তম’ ছবিতে উত্তম কুমার অসহায়। ছবিতে ভালো গান বা অভিনয় নেই। এটি মহানায়কের প্রতি অসম্মান এবং বাংলা সিনেমাকে অধঃপতনের দিকে ধাবিত করবে।
তিনি আরও প্রশ্ন তুলেছেন, “এত লেজেন্ড থাকতে কেন বারবার উত্তম কুমার? আসলে উনি এখনও বিক্রয়যোগ্য বস্তু।”
ভাস্কর মনে করেন, উত্তম কুমারের হাঁটাচলা দেখার জন্য নতুন কোনও সিনেমা করার দরকার ছিল না। ওঁর সিনেমাগুলো দেখলেই হয়।