লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। এই ক্ষণে এসে কেন্দ্রের পক্ষ থেকে গ্যাসের দাম কমানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোমবার এক ধাক্কায় ৩০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। প্রতি সিলিন্ডারের নতুন মূল্য হবে ১৮৭৯ টাকা।
এর আগেও দুবার রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল। প্রথমবার নারী দিবসের সকালে ১০০ টাকা কমানোর ঘোষণা করা হয়। এরপর গত ২৯ আগস্টে আরও ২০০ টাকা কমানো হয়।
তবে এই দাম কমানোর পেছনে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট টানার কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।