জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে রহস্যের জাল আরো ঘনীভূত হয়েছে। জগদ্ধাত্রী কে গুলি করেছে তা বের করার চেষ্টায় স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করে জগদ্ধাত্রী। রাজনাথ জোর দিয়ে অস্বীকার করে যে সে জগদ্ধাত্রীকে হত্যার চেষ্টা করেছে।
এদিকে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকীতে কৌশিকী সবকিছু আয়োজন করে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই তার উপর আবারো হামলা হয়। এই হামলার পেছনে কে? কৌশিকীর কি এর সাথে কোনো সম্পর্ক আছে? নতুন চরিত্রগুলোর কি এই ঘটনায় কোনো ভূমিকা আছে?
এই রহস্যের সমাধানে জগদ্ধাত্রী এবার নতুন পন্থা অবলম্বন করে। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সবকিছু তদন্ত করে বের করবে। সে স্বয়ম্ভু, কৌশিকী এবং অন্যান্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে।জগদ্ধাত্রীর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। সে জানতে পারে যে স্বয়ম্ভুর একজন গোপন শত্রু আছে যার সাথে কৌশিকীর যোগাযোগ আছে। সেই শত্রুই কি জগদ্ধাত্রীকে হত্যার চেষ্টা করছে.. এখন এটাই হলো প্রশ্ন।