কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট 225 জনকে নিয়োগ দেওয়া হবে। 15 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 1 থেকে 7 এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে।
শূন্যপদ:
অসংরক্ষিত/জেনারেল – 100
তফশিলি জাতি – 50
তফশিলি উপজাতি – 14
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) – 38
আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি (EWS) – 23
বেতন:
প্রতি মাসে 16,000 টাকা
যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
কম্পিউটারে দ্রুত টাইপ করার দক্ষতা
বয়স:
18 থেকে 40 বছর
আবেদন প্রক্রিয়া:
[https://prb.wb.gov.in](https://prb.wb.gov.in)
wbpolice.gov.in
kolkatapolice.gov.in