জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।
জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস তার বস সাধুদের সঙ্গে প্ল্যান করে নিজেকে সাসপেন্ড করিয়ে রাখছে। সকলের সামনে জগদ্ধাত্রী ধারণা ঠিক এই প্ল্যানিং টাই বৈদেহী মুখার্জি যেখানে লুকিয়ে আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একদম উপযুক্ত।
বৈদেহি লুকিয়ে রয়েছে যা কেউ ধরতে পারছে না সে কোথায় রয়েছে। দিবিয়াকে জানায় সে কিভাবে তাকে ফাঁসিয়ে দেবে। বৈদেহি মুখার্জি পরিবারে ফিরে এলেও তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না কোন ভাবেই তুষার তীর্থ তলা পাত্র। অন্যদিকে আবার সাধু দা কৌশিকী কি এসে জানায় তাকে জেরা করার জন্য তাদের ডিপার্টমেন্টে যেতে হবে।
জগদ্ধাত্রীর জন্য স্বয়ম্ভুর খুবই চিন্তা হচ্ছিল। স্বয়ম্ভু তাকে বলছিল সে কিভাবে ঘর এবং বাইরে সামলে যাচ্ছে একসঙ্গে, কিন্তু মেহেন্দি তার সংসার এবং ব্যবসা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন জগদ্ধাত্রী ও জানায় কৌশিকী মুখার্জি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ সে কোনভাবেই এই কলতলা কালচারের মেয়ে মেহেন্দিকে তার ব্যবসার ভার তুলে দেবে না।