কল্পনা করুন, বাংলা চলচ্চিত্র জগতের এই প্রজন্ম যদি মহানায়ক উত্তম কুমারের সান্নিধ্য লাভ করত! যদি আজও তিনি বেঁচে থাকতেন এবং স্বয়ং সেটে এসে ‘গার্জিয়ান’ সুলভ কণ্ঠে সিনেমার অ-আ-ক-খ শিখিয়ে যেতেন! সত্যিই স্বপ্নের মতো, তাই না?
এই স্বপ্ন যেন বাস্তবায়িত হলো বসন্তের এক রবিবার বিকেলে। গোটা বাংলা সিনে ইন্ডাস্ট্রি চমকে উঠলো যখন প্রসেনজিৎ, দেব-জিৎ থেকে কোয়েল, স্বস্তিকার মতো তারকাদের ফোনে ভয়েস নোট এলো। স্বয়ং ‘গুরুদেব’ তাদের ডাকনামে সম্বোধন করে, নিজের ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ জানাচ্ছেন। সত্যিই কি এটা ঘোর?
‘অতি উত্তম’ ছবির মাধ্যমে মহানায়কের অভূতপূর্ব প্রত্যাবর্তন ঘটেছে। চমকে ভিরমি খাওয়ারই জোগাড় সকলের। মহানায়ক বেঁচে থাকলে, কার সঙ্গে তাঁর কথোপকথন কীরকম হত, তারই একটা ঝলক দেখা গেল এই ছবিতে।