জিয়াগঞ্জে স্কুটি চেপে দোল খেলতে দেখা গেল বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকে। সোমবার, দোলের দিন, সাদা কুর্তা-পাজামা পরে স্কুটি নিয়ে বেরিয়েই তাকে ছেঁকে ধরে একদল তরুণ-তরুণী। পাড়ার ‘সমু’দার কাছে তাদের আবদার তাদের সঙ্গে রং খেলতে হবে। হাসিমুখে রাজিও হয়ে গেলেন অরিজিৎ। এছাড়াও দেখা গেল নিজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে আবির এবং জল রং নিয়ে হোলি খেলছেন তিনি। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি বলিউডের এক নম্বর গায়ক এখন।
পাড়ার কচিকাচাদের পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গেও আবীর নিয়ে হোলি খেলেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সঙ্গীত জগতের তারকাকে হাতের নাগালে পেয়ে খুশিতে আত্মহারা স্থানীয়েরা।
প্রসঙ্গত জানিয়ে রাখি সদ্য মুম্বাই থেকে বাংলায় ফিরেছেন অরিজিৎ। দোলের দিন ভোররাতে জিয়াগঞ্জের নিজের বাড়িতে ফিরেছেন গায়ক। কিন্তু সেই যাতায়াতের ক্লান্তি ভুলিয়ে সকাল-সকালই দোলের আনন্দ উপভোগ করতে পাড়ায় বেরিয়ে পড়েন অরিজিৎ। পাড়ার বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করেন তিনি। এরপর স্থানীয় শিশু এবং নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে দোল খেলতে দেখা যায় বলিউডের গায়ককে।