বিনোদন

জাভেদ আখতারের হোলি পার্টিতে আমন্ত্রিত ঋতাভরি! দেখুন সেই ছবি

 

 

এই বছর দোলের দিন ঋতাভরী চক্রবর্তী কলকাতায় ছিলেন না। তিনি মুম্বইয়ে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের আয়োজিত বিশেষ হোলি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন।ঋতাভরী জানান, তিনি কিছুক্ষণ নিকিতা গান্ধীর সঙ্গে একটি হোলি অনুষ্ঠানে পারফর্ম করার পর জাভেদ আখতারের বাড়িতে যান। সেখানে তিনি শাবানা আজমি, ফারহান আখতার, শিবানী দাণ্ডেকর এবং বলিউডের আরও অনেক তারকাদের সাথে দেখা করেন।ঋতাভরী জাভেদ আখতারের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি বলেন, “ওঁর মতো জ্ঞানী মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। রসবোধ অন্য স্তরের। অফুরান এনার্জি। এই বয়সেও সকলের সাথে সেলফি তুলছেন। রং খেলছেন। না দেখলে বিশ্বাস করা কঠিন।”

জাভেদ আখতার ঋতাভরীর কাছে কলকাতা ও বাংলা সাহিত্য সম্পর্কে জানতে চান। ঋতাভরী বলেন, “সুনীল গঙ্গোপাধ্যায় ওঁর বন্ধু ছিলেন। এমনকি, সুনীলের লেখা তিনি অনুবাদ করেছেন বলেও জানালেন।” ঋতাভরী জানান, জাভেদ আখতারের সাথে দেখা করা তার জীবনের দোলের সেরা উপহার। তিনি বলেন, “আমার কাছে এত দিন কাজের দৌলতে ওঁর পরিবারের সদস্যরা সম্মানের স্থান দখল করেছিলেন। এ বার সম্মানটা আরও বেড়ে গেল।”

মঙ্গলবার ঋতাভরী কলকাতায় ফিরে আসছেন। তিনি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবির শুটিংয়ে ব্যস্ত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.