রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা:
অষ্টম শ্রেণি উত্তীর্ণ
ন্যূনতম বয়স 18 বছর
সর্বোচ্চ বয়স 40 বছর (তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য বয়সসীমা শিথিল)
পদ: গ্রুপ ডি
শূন্যপদ: 10 টি
অসংরক্ষিত: 4
তফশিলি জাতি: 2
তফশিলি উপজাতি: 1
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC): 2
আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় (EWS): 1
বেতন:
₹17,000/- প্রতি মাসে
আবেদন:
অনলাইনে আবেদন করতে হবে
কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন
প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন
সাবমিট করুন
আবেদনের শেষ তারিখ: 21 এপ্রিল, 2024