গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহারে বন্দি থাকা সত্ত্বেও বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জনপ্রিয়তা এখনও অটুট। দোলের দিন সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রতের ছবির পায়ে আবির দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান কর্মী-সমর্থকরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবিতে আবির দিয়ে রং খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। তাঁরা অনুব্রতকে ‘ক্যাপ্টেন’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি তাদের প্রেরণা। অনুব্রত মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়েছেন বলেও দাবি করেন তাঁরা।
সিউড়ি টাউনের যুব তৃণমূলের সভাপতি প্রিয়ম ভাণ্ডারী বলেন, “অনুব্রত মণ্ডল গোটা বীরভূম জেলায় আমাদের ক্যাপ্টেন ছিলেন, আছেন এবং থাকবেন। ওঁর পায়ে রং দিয়ে সম্প্রীতির বার্তা দিতে হোলি উৎসব পালন করলাম।”