পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর বাঁকুড়া জেলায় 36 টি কর্মী নিয়োগ করবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।
কোন কোন পদে নিয়োগ হবে?
মেডিক্যাল অফিসার
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার
স্টাফ নার্স
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার
কাউন্সেলর
ফার্মাসিস্ট
আবেদনের যোগ্যতা:
ন্যূনতম 18 বছর বয়স
সর্বোচ্চ 67 বছর বয়স (সংরক্ষিতদের জন্য বয়সসীমা শিথিল)
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিস্তারিত বিজ্ঞপ্তিতে)
বেতন:
13,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে (পদ অনুযায়ী)
কীভাবে আবেদন করবেন:
1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
পূরণ করা আবেদনপত্র ও স্ক্যান করা নথি ওয়েবসাইটে আপলোড করতে হবে।
আবেদন ফি:
সংরক্ষিত শ্রেণি: 50 টাকা
অন্যান্য: 100 টাকা
প্রার্থী নির্বাচন:
লিখিত পরীক্ষা হবে না।
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করা হবে।
তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে।