ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড বিতরণের মাধ্যমে জনগণের পরিচয় নিশ্চিত করে। এই কেন্দ্রীয় সংস্থা সম্প্রতি 3টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোটা বেতন সহ এই চাকরির জন্য আবেদন করার পদ্ধতি ডিজিটাল এর এই প্রতিবেদনে জানতে পারবেন।
পদসমূহ:
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার
প্রাইভেট সেক্রেটারি
সেকশন অফিসার
আবেদন পদ্ধতি:
অফলাইন: প্রার্থীদের UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র ডাকযোগে UIDAI-এর ডিরেক্টরের কাছে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: 15 মে, 2024
যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: MBA বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) + 5 বছরের অভিজ্ঞতা
প্রাইভেট সেক্রেটারি: সপ্তম বেতন কমিশনে কাজের অভিজ্ঞতা
সেকশন অফিসার: প্রাইভেট সেক্রেটারির সমতুল্য যোগ্যতা
বয়সসীমা:
56 বছর (সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও ছাড় নেই)
বেতন কাঠামো:
চুক্তির ভিত্তিতে: ₹47,600 – ₹1,50,000