বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রের ঐতিহ্য দীর্ঘদিনের। ফেলুদা, ব্যোমকেশ, শবর, কিরিটি – এই নামগুলো বাঙালির কাছে অতি পরিচিত। এবার সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছে ‘ফেলু বক্সী’।সোহম চক্রবর্তী অভিনীত এই গোয়েন্দা চরিত্রের পরিচালক দেবরাজ সিনহা। ছবিতে আরও অভিনয় করেছেন পরীমণি, মধুমিতা সরকার, শতাফ ফিগার ও সৃজিত আয়ুষ্মান সরকার।
‘ফেলু বক্সী’ একজন বুদ্ধিদীপ্ত সাধারণ বাঙালি যুবক। সে গ্যাজেট ফ্রিক না হলেও নতুন টেকনোলজিতে আগ্রহী। ভীষণ অনির্দেশ্য, ফলে তার পরবর্তী পদক্ষেপ ধরা কারো পক্ষেই সম্ভব নয়।খাদ্যরসিক ফেলুর বুদ্ধি খোলে খেয়ে-দেয়েই। যে কোনও কেসে সে দারুণভাবে জড়িয়ে পড়ে, আর তার সহকারী দেবযানী (মধুমিতা) পেশায় একজন আরজে। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ধীরে ধীরে বিকশিত হয়।
পরীমণি লাবণ্য চরিত্রে অভিনয় করছেন, যে বস্টন থেকে এসেছে। লাবণ্যের সাথে ফেলু ও দেবযানীর কী সম্পর্ক তা ছবিতে দেখা যাবে।চরিত্রগুলোর লুক ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। চলতি মার্চ মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।এটি পরীমণির প্রথম টলিউড প্রোডাকশনের ছবি। এর আগে তিনি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন।