লোকসভা নির্বাচনের প্রভাব এবার পড়েছে স্টুডিও পাড়াতেও। জিৎ-এর প্রযোজনায় তৈরি ‘বুমেরাং’ সিনেমার মুক্তি পিছিয়ে গেল ভোটের কারণে।’বুমেরাং’ ছবিটি আগামী ১০ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ৭ মে (তৃতীয় দফা) মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে এবং ১৩ মে (চতুর্থ দফা) বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর,আসানসোল, বোলপুর, বীরভূমে ভোটের কারণে ছবির মুক্তি পিছিয়ে ৭ জুন করা হয়েছে।জিতের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের সময় ছবি মুক্তি দিলে দর্শকদের মনোযোগ ভোটের দিকে থাকবে, ছবির দিকে নয়। তাই সমস্ত দিক খতিয়ে দেখে ছবির মুক্তির তারিখ পালটানো হয়েছে।
‘বুমেরাং’ ছবিটি রহস্য-রোমাঞ্চ ঘরানার। ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত।
‘বুমেরাং’-এর পাশাপাশি ভোটের মরশুমে আরও বেশ কিছু ছবির মুক্তি। অঙ্কুশের প্রযোজিত ‘মির্জা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ এপ্রিল, রাখি গুলজার অভিনীত ‘আমার বস’ মুক্তি পাচ্ছে মে মাসে এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ও মুক্তি পাচ্ছে মে মাসেই।