তার ঝুলিতে ছিল দীর্ঘতম তল্লাশীর রেকর্ড। কিন্তু এবারের জেল বন্ধু মুর্শিদাবাদের বরাঞাগড় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সেই রেকর্ড ভেঙ্গে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিয়োগ দুর্নীতি মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৬৫ ঘন্টা তল্লাশি চালিয়েছিল জীবনের বাড়িতে। তারপরেই তিনি গ্রেফতার হয়েছিলেন।
৭০ ঘন্টা তল্লাশীর পর শনিবার স্বরূপের বাড়ি থেকে বের হয়েছে ইডি। কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক বেনিয়মের জন্য তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। গত বুধবার দিন স্বরূপের নিউ আলিপুর এর সাহাপুর কলোনির ফ্ল্যাটে সাতটায় আয়কর দপ্তর তলাশীর জন্য ঢুকেছিল। তোর শুক্রবার সন্ধ্যা সাতটায় সেই তল্লাশির ৬০ ঘন্টা পার করেছিল। তৃণমূলের নিজেদের মধ্যেই বলা হচ্ছিল তবে কি তিনি জীবন কেউ হার মানিয়ে দেবেন!
শেষ পর্যন্ত শনিবার ভোর পৌনে পাঁচটায় ইডি স্বরূপের বাড়ি থেকে বের হয়। ঠিক তারপরেই স্বরূপ জানিয়ে ছেলে রাজনৈতিক প্রতিহিংসা সার্থক করতেই এই তল্লাশি। তবে দীর্ঘ তল্লাশির পরে স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী জুঁই বিশ্বাসকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিলো।