লোকসভা নির্বাচনের দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গিয়েছে কিন্তু বিজেপি এখনো পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেনি। বিজেপির তরফ থেকে বাংলায় এখনো তেইশটি আসন ফাঁকা রয়েছে। এমন পরশুদের দিল্লিতে তরফ করা হলো শুভেন্দু এবং সুকান্ত কে। শুক্রবার দিনে রাতেই তারা দিল্লিই উদ্দেশ্যে রওনা দেবেন এবং শনিবার দিন কেন্দ্রীয় বৈঠক হবে।
গত সোমবার জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু এবং সুকান্ত। সুজন মারফত খবর মেদিনীপুরে দিলীপ ঘোষকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তারা। তাদের দাবি তৃণমূলের তরফ থেকে জুন মালিয়া কে সেখানে প্রার্থী করা হয়েছে তাই বিজেপির তরফ থেকে কোন ইন্ডাস্ট্রির মানুষকে প্রার্থী করলে ভালো হবে।
সদ্য বিজেপিতে যোগ দেয়া দিব্যেন্দুকে তারা প্রার্থী করার কথা ভাবছে। সোমবার বৈঠকে দার্জিলিং দমদম রায়গঞ্জ মেদিনীপুরের প্রার্থী নিয়ে দীর্ঘ বৈঠক চলে। তাদের মতে মেদিনীপুরে কোন মহিলা প্রার্থীকে দিলে সবচেয়ে ভালো হয়।