মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ‘দিদি নম্বর ওয়ান’কে টিআরপি তালিকার শীর্ষে নিয়ে গিয়েছিল। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশ এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের টিআরপি পতনের কারণ হতে পারে।
বিগত একযুগ ধরে রচনা বন্দ্যোপাধ্যায় ‘দিদি নম্বর ওয়ান’ এর মুখ। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং হুগলি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার জন্য তিনি শোতে কম সময় দিতে পারছেন।
এই সপ্তাহে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ ‘দিদি নম্বর ওয়ান’-কে টিআরপি তালিকায় পিছনে ফেলেছে। জলসার সানডে ফিকশন ৭.৮ রেটিং নিয়ে এগিয়ে, ‘দিদি নম্বর ওয়ান সিজন ৯’-এর টিআরপি ২.৭ এবং সানডে স্পেশ্যাল পর্বের রেটিং ৫.২। অন্যদিকে, ‘দাদাগিরি’-র টিআরপি ৫.৩।