সোশ্যাল মিডিয়া উত্তল হয়ে উঠেছে মমতা শঙ্করের মন্তব্য নিয়ে। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিবাদী পোস্ট নিয়ে। এবারে প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্কর বলেছেন কিছু মেয়েরা শাড়ির আঁচল এমন করে নেয় যেটা তাদের পেশার জন্য করতে হয় তাদেরকে সে সম্মান জানাচ্ছে কিন্তু এখনকার দিনের যে ধরন হয়েছে তাতে কি সত্যিই ঠিক করে শাড়ির আঁচল নেওয়া যায় না?
এই কথা বলতে বলতে যদিও মমতা শঙ্কর ক্ষমা চাইতে ভোলেননি। কিন্তু তাতে মোটেই ছিড়ে ভেজে নি। সোশ্যাল মিডিয়ায় এই কথা নিয়ে উত্থাল হচ্ছে অনেকের মতে তিনি সমাজের যৌনকর্মীদের অপমান করছে। এবারের সেই পরিপ্রেক্ষিতেই কারোর নাম না করে মমতা শঙ্করের উদ্দেশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি পোস্ট করেছেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা হাতে সিগারেট নিয়ে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনিও এমন একটি ছবি তুলতে চান, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা খারাপ মেয়ে গুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলে যদি সব সম্মান লুকিয়ে থাকতো যদি ওরা জানতো। বন্ধু ফটোগ্রাফার দের হাত খালি হলে তার সঙ্গে যোগাযোগ করতে জানিয়েছেন।