অনেকেরই ধারণা, সরকারি চাকরি পেতে হলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। কিন্তু বাস্তবতা হল, মাধ্যমিক বা দশম উত্তীর্ণ হলেও মিলতে পারে আকর্ষণীয় সরকারি চাকরি।
কোথায় কোথায় ক্লাস 10 পাশে চাকরি পাওয়া যাবে?
রাজ্য সরকারি দফতর:
স্বাস্থ্য ও পুলিশ বিভাগে দারোয়ান ও ক্যান্টিন কর্মীর পদ
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মী
কেন্দ্রীয় সরকারি দফতর:
পোস্টাল সার্ভিস: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টার্সিং স্টাফ
ভারতীয় রেল:ট্র্যাকম্যান, গেটম্যান, পয়েন্টম্যান, হেল্পার, কুলি
কনস্টেবল: রাজ্য পুলিশ, BSF, CRPF, RPF
সেনাবাহিনী: স্থল সেনায় জওয়ান, বায়ুসেনায় এয়ারম্যান, নৌসেনায় নাবিক
ফরেস্ট গার্ড রাজ্য সরকারের বন দফতর
কীভাবে আবেদন করবেন?
প্রতিটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হবে।
শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হয়।