শাহরুখ খান – বলিউডের একজন অমিতাভ বচ্চনের পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। ‘বাদশা’ খ্যাত এই অভিনেতার অভিনয় জীবনের ঝলকানি তিন দশক ধরে চলছে। অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা – সবক্ষেত্রেই তিনি একজন সফল ব্যক্তিত্ব।কিন্তু কিং খানের এক অসমাপ্ত স্বপ্ন আছে – মহাভারত। ‘বাহুবলী’-র চেয়েও বড় পরিসরে এই মহাকাব্যকে পর্দায় ফুটিয়ে তোলার ইচ্ছা ছিল তার।
শাহরুখ মনে করেন, ‘মহাভারত’ নির্মাণে বিরাট বাজেটের প্রয়োজন। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার কাছে এখনও সেই বাজেট নেই”।শাহরুখ চান, এই প্রজেক্টে আন্তর্জাতিক কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে। কারণ, “ভারতীয় প্রযোজক এবং ভারতীয় সিনেমার মার্কেট খুবই সীমিত।”তিনি মনে করেন, ‘মহাভারত’ আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি হওয়া উচিত। তাই বিদেশের কোনও প্রযোজনা সংস্থাকে পাশে চান।
শাহরুখের আগে আমির খানও ‘মহাভারত’ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এই বিষয়ে আর কোনও কথাই বলেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’।