আগামী লোকসভা ভোটের কারণে টলিউডের বেশ কিছু ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ‘অথৈ’-এর মুক্তিও পিছিয়ে দেওয়া হতে পারে।
প্রথমে শোনা গিয়েছিল, ‘অথৈ’ এপ্রিল মাসে মুক্তি পাবে। কিন্তু সূত্রের খবর, ভোটের আগে ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাদের ধারণা, ভোটের সময় দর্শকদের আগ্রহ রাজনীতির দিকেই থাকবে, তাই এই সময় ছবি মুক্তি করলে তা ‘ক্ষতি’ করতে পারে।
‘অথৈ’ শেক্সপিয়রের ‘ওথেলো’ নাটক অবলম্বনে নির্মিত। ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও অর্ণ মুখোপাধ্যায় নিজে।
এদিকে, জিৎ অভিনীত ‘বুমেরাং’ মে মাসের গোড়ায় মুক্তি পাবে। অন্য দিকে, মে মাসের দ্বিতীয় ভাগে মুক্তি পেতে পারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস্’। এই পরিস্থিতিতে ‘অথৈ’-এর নির্মাতারা ভোটের পর ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।