কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় সমিতি তাদের অধীনস্থ স্কুলগুলিতে গ্রুপ B ও গ্রুপ C পদে মোট 1377টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 2024 সালের 31 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
মহিলা স্টাফ নার্স: 121
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: 5
অডিট অ্যাসিস্ট্যান্ট: 12
জুনিয়র ট্রান্সলেশন অফিসার: 4
লিগাল অ্যাসিস্ট্যান্ট: 1
স্টেনোগ্রাফার: 23
কম্পিউটার অপারেটর: 2
ক্যাটারিং সুপারভাইজার: 78
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (HQ / RO ক্যাডার): 21
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV ক্যাডার): 360
ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার: 128
ল্যাব অ্যাটেনডেন্ট: 161
মেস হেল্পার: 442
মাল্টি টাস্কিং স্টাফ: 19
শিক্ষাগত যোগ্যতা:
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন।
দশম উত্তীর্ণরা মাল্টি টাস্কিংয়ে আবেদন করতে পারবেন।
স্টেনোগ্রাফারের চাকরি পেতে হবে দ্বাদশ পাশের শংসাপত্র।
অডিট অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে B.com, লিগাল অ্যাসিস্ট্যান্টে আইনের ডিগ্রি ও কম্পিউটার অপারেটরে BCA বা B.Tech-র ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা:
পদ অনুযায়ী আবেদনের বয়সেও পার্থক্য রয়েছে।
যেমন মহিলা নার্স পোস্টে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে।
অডিট অ্যাসিস্ট্যান্টে 18-30 বছর, লিগাল অ্যাসিস্ট্যান্টে 25-35 বছর, মাল্টি টাস্কিংয়ে সর্বোচ্চ 30 বছর ও স্টেনোগ্রাফার পদে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদনকারীদের কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় সমিতির অফিশিয়াল ওয়েবসাইট ([https://navodaya.gov.in/](https://navodaya.gov.in/)) লগ ইন করতে হবে।
ওয়েবসাইটে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথি আবেদনের সময় জমা করতে হবে।