দুজনের পেশা এক হলেও রাজনৈতিক ময়দানে দুজন দুজনের প্রতিপক্ষ দেব এবং হিরন। বহুবার হিরন দেব কে আক্রমণ করা সত্ত্বেও দেব হাসিমুখে সবটা মেনে নিয়েছিলেন। কিন্তু এবারে হিরনের বিরুদ্ধে মুখ খুললেন দেব। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন,’ওর কাছে নথি থাকলে পিবিআই কে দিক।’
লোকসভা ভোটের দাম আমায় ইতিমধ্যেই বেজে গিয়েছে। সমস্ত দলের প্রার্থীরা তাদের প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই দৌড়ে পিছিয়ে নেই ঘাটালের প্রার্থী দেবও। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তাকে হিরনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হিরন তাকে বহুবার আক্রমণ করেছেন দেব গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে।
এর উত্তরে দেব জানান হিরনের কাছে যদি সত্যিই কোন নথি থাকে তাহলে তা এডিসিবিআই এর কাছে দিক। এখানেই যদিও শেষ নয় তিনি দাবি করেন তিনি যদি এতদিনে দোষী হতেন তাহলে গ্রেফতার হয়ে যেতেন। যদি ওদের তার প্রতিপক্ষ হিরনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নারাজ তার বক্তব্য রাজনীতিতে থাকলে একে অপরের বিরুদ্ধে এটা হয়েই থাকে।