রেলওয়ে পুলিশ (RPF)-এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে মোট 4660 জন নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আগামী মাস থেকে অনলাইনে আবেদন করা যাবে।
চাকরির বিবরণ:
পদ:কনস্টেবল ও সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ:4660
কনস্টেবল: 4208
সাব ইন্সপেক্টর: 452
আবেদনের সময়:
শুরু:15 এপ্রিল, 2024
শেষ:14 মে, 2024
আবেদনের লিঙ্ক: [https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,1281](https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,1281)
আবেদনের ফি:
অসংরক্ষিত:₹500
অন্যান্য অনগ্রসর জাতি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া: ₹250
তফশিলি জাতি ও উপজাতি: ₹250
আবেদনের বয়স:
কনস্টেবল:18 থেকে 28 বছর
সাব ইন্সপেক্টর: 20 থেকে 28 বছর
শিক্ষাগত যোগ্যতা:
কনস্টেবল:মাধ্যমিক বা দশম উত্তীর্ণ
সাব ইন্সপেক্টর:স্নাতক
নিয়োগ পদ্ধতি:
কম্পিউটার বেসড টেস্ট (CBT)
শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)
নথি যাচাই (Document Verification)
মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)
প্রয়োজনীয় নথি:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
জাতি গত শংসাপত্র
ছবি
বয়সের প্রমাণপত্র
মোবাইল নম্বর
Email ID
আবেদন পদ্ধতি:
1. রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করুন।
2. আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
3. ফর্ম পূরণ করুন।
4. নথির স্ক্যান কপি আপলোড করুন।
5. আবেদনের ফি জমা দিন।
6. সাবমিট করুন।