গোঘাট ও আরামবাগের পানপ্রেমীরা আনন্দে আত্মহারা কারণ ‘গাঙ্গুলি পান স্টল’-এর ছয় বছর পূর্তি উপলক্ষে মাত্র 10 টাকায় 6 পিস পান পাওয়া যাচ্ছে!
এই অভিনব ভাবনার পিছনে রয়েছেন ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলী। 18 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চারদিন ধরে এই বিশেষ অফার চলবে।
এই অফারের অধীনে, পানপ্রেমীরা ফায়ার পান, আইস পান, চকলেট পান-সহ 26 টি ফ্লেভারের পান মাত্র 10 টাকায় উপভোগ করতে পারবেন।
শুধু তাই নয়, আরামবাগ শহর থেকে 10 কিলোমিটারের মধ্যে ফোন করলে হোম ডেলিভারিও পাওয়া যাবে।