মুখ্য নির্বাচন রাজীব কুমার ২৪ এর লোকসভা ভোটে আগেই সাংবাদিকদের কাছে এক বড় সর সার্টিফিকেট পেশ করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন গত এক বছরে ১১ টি নির্বাচন হয়েছে যথেষ্ট কম হিংসা তো ঘটনা দেখা গিয়েছে যা আগে দেখা যেত। কিন্তু এবারের সম্পূর্ণ সুষ্ঠু ভাবে ভোট করার জন্য তৎপর কমিশন।
দিল্লিতে শনিবার দিন বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এই ভোটে যত বেশি সম্ভব কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে সব দিকে নজর রাখা হবে। একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে ১৯৫০ কোথাও কোন গন্ডগোল দেখলে এই নম্বরে ফোন করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাংলায় লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করানোর জন্য ৯২০ টি কেন্দ্র বাহিনীকে মোতায়ন করা হয়েছে। এই সংখ্যাটি আরো বাড়তে পারে ভবিষ্যতে। বুধবার প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী পা রাখতে চলেছেন।