অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জগতে নতুন হলেও তার প্রথম দিনের প্রচারের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি প্রচারকার্যে কোনরকম ফাঁক রাখতে চান না। তিনি তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটাতে চান ঈশ্বর আরাধনার মধ্যে দিয়ে।
দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটাচ্ছেন সিঙ্গুর লোকসভা কেন্দ্র থেকে। শনিবার প্রথম দিনের প্রচারের আগে তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালীর মন্দিরে পূজো দিয়ে তার লোকসভা প্রচার শুরু করলেন।
স্থানীয় বাসিন্দারা শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তারকা প্রার্থীকে আমন্ত্রণ জানান এবং তাকে দেখার জন্য সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি মাকে ১০৮ টি জবার মালা, সিঁদুর,নারকেল, মিষ্টি, তাঁতের শাড়ি ইত্যাদি দিয়ে পুজো করেন। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তিনি ভক্তি ভরে মায়ের আরাধনা করেন নিজের হাতে আর আরতিও করেন। মায়ের আরাধনার মধ্যে দিয়ে প্রথম দিনেই সবার সামনে এক নতুন চমক দিলেন তারকা প্রার্থী।