নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিটি বলিউডের অন্যতম আলোচিত প্রকল্প। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রকুল প্রীত সিং-এর মতো তারকাখচিত এই ছবির শুটিং মার্চের শেষে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ছবির প্রযোজক মধু মন্টেনা প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ায় এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এই ছবিটি ভারতের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং, ভিস্যুয়াল এফেক্ট – সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। মুম্বই ও লন্ডনে মোট ১২০ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা ছিল। হলিউডের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থার সঙ্গেও চুক্তি করা হয়েছিল।কিন্তু মধু মন্টেনার প্রস্থানের কারণে ছবির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তিনি কেন প্রকল্প থেকে বেরিয়ে গেছেন, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই ছবিটি ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হচ্ছে। ছবিটি ঘোষণার পর থেকেই একাধিকবার নানা কারণে এর কাজ পিছিয়ে গিয়েছে। শেষমেশ যখন শুটিং শুরুর আশা দেখা গিয়েছিল, তখনই প্রযোজকের প্রস্থানে আবারো অনিশ্চয়তার মুখে পড়েছে এই প্রকল্প।