প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘ভবানী পাঠক’ লুকে ধরা দিতেই তুঙ্গে উঠেছে দর্শক-অনুরাগীদের উত্তেজনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরাণী’র চরিত্রে অভিনয় করছেন।
১৬ মার্চ থেকে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। গেরুয়া বসন, কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় লাল কাপড়ের ফেট্টি আর মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি – এই রুপে ‘ভবানী পাঠক’ চরিত্রে প্রসেনজিৎকে দেখে মুগ্ধ দর্শক।শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই সিনেমায় বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী -এর মতো অভিনেতারাও অভিনয় করছেন।শ্যাম কৌশল, বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন।’দেবী চৌধুরাণী’ সিনেমা কলকাতার শহরতলী, বীরভূম, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের জঙ্গলে শ্যুট করা হবে।
প্রসেনজিৎ ‘ভবানী পাঠক’ চরিত্রে অসাধারণ লাগছে। শুভ্রজিৎ মিত্র ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসটি সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবেন বলে আশা করছি। শ্রাবন্তী ‘দেবী চৌধুরাণী’ চরিত্রে কতটা মানানসই হবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। সিনেমার অ্যাকশন দৃশ্য নিশ্চয়ই দারুন হবে।’দেবী চৌধুরাণী’ সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা বেশ উচ্চু। ‘ভবানী পাঠক’ রূপে প্রসেনজিৎ কতটা দর্শকদের মন জয় করতে পারবেন, সেটা দেখার অপেক্ষায় সকলে।