জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।অপূর্বের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক তছরুপের অভিযোগ এনেছে একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা।অভিযোগে বলা হচ্ছে, অপূর্ব ওই প্রযোজনা সংস্থার সাথে মোট ২৪টি নাটকের জন্য ৫০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।কিন্তু এখন পর্যন্ত অপূর্ব মাত্র ৯টি নাটকে অভিনয় করেছেন।অভিনয়ের জন্য অপূর্ব ইতিমধ্যে ৩৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু এরপর থেকে প্রযোজনা সংস্থার নতুন কাজে তাকে আর পাওয়া যাচ্ছে না।
অবস্থা বেগতিক দেখে সম্প্রতি ওই প্রযোজনা সংস্থা টেলিপাব (টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ও বাংলাদেশের ‘অভিনয় শিল্পী সংঘ’-এর কাছে অপূর্বের নামে অভিযোগ জানিয়েছে।প্রযোজনা সংস্থার তরফে ৩ মার্চ সাত দিনের সময় দিয়ে অপূর্বকে একটি আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু অপূর্ব কোনও উত্তর না দেওয়ায় অবশেষে তারা অভিযোগ জানিয়েছে।
‘টেলিপাব’-এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেছেন, “আমরা খুব দ্রুত একটি মিটিং করে দুই পক্ষকে ডেকে বিষয়টি জানব। বিষয়টি সাংগঠনিক ভাবেই দেখা হবে”। এখন পর্যন্ত অপূর্ব এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। এই ঘটনার পরবর্তী পরিস্থিতি কী হবে তা এখনও অজানা।